বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে নেত্রকোনায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের তেরী বাজার জেলা সেক্টর কমান্ডারস ফোরাম কার্যালয়ের সামনে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা শাখা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা স্মৃতি পরিষদরে যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে কালো ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের উইং কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহা, জেলা পরিষদ চেয়ারম্যান প্রমান্ত কুমার রায়, ফেরামের ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট শিতাংসু বিকাশ আর্চায্য, সদর উপজেলা কমান্ডার আইয়ুব আলী। এসময় মুক্তিযোদ্ধাসহ ফোরামের এবং স্মৃতি পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল