মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০০ বছর উপলক্ষে নেত্রকোনায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ পৌর শহরের সাতপাই এলাকায় শিক্ষাবিদ যতীন সরকারের বাসভবন ‘বানপ্রস্থ’তে সেমিনারের আয়োজন করে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি।
মাকর্সবাদ গবেষক ও দার্শনিক সাবেক কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ যতীন সরকার সেমিনারে সভাপতিত্ব করেন। প্রবন্ধ পাঠ করেন, কমিটির সদস্য সচিব কমরেড আনোয়ার হাসান। বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সভাপতি মোস্তফা কামাল. মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, ননী গোপল সরকার, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সজিব সরকার, যুব ইউনিয়নের জেসমিন আক্তার, ছাত্র ইউনিয়নের আওলাদ হোসেন রনি।
এতে কমিউনিষ্ট পার্টিসহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল