তুলাই নদীর উপর নির্মিত ব্রিজটি সম্প্রতি ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়ায় দিনাজপুর জেলার বোচাগঞ্জের ৪ গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজ না থাকায় ওইসব গ্রামের হাজার হাজার মানুষের উপজেলা সদর ও জেলা সদরে যেতে বিকল্প পথ দিয়ে প্রায় ৮ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে।
এ ব্যাপারে বড়গাঁ গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম জানান, বন্যায় সময় পানির প্রবল স্রোতে চোখের সামনে ব্রিজীটি ভেসে যায়। বর্তমানে নদীতে পানি থাকায় চলাচল বন্ধ রয়েছে। যার ফলে বড়গাঁও বন্ধুগাঁও মালগাঁওসহ আশপাশের হাজার হাজার মানুষ প্রায় ৮ কিলোমিটার রাস্তা ঘুরে যাচ্ছে।
মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিলউদ্দীন জানান, ব্রিজটি দ্রুত নির্মাণ করার জন্য স্থানীয় সংসদ সদস্য, এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল