খাগড়াছড়িতে পৃথকভাবে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদকের জাহেদুল আলম অনুসারীরা দলীয় কার্যালয় থেকে পৃথকভাবে শোক র্যালি বের করে।
র্যালিটি গুরুন্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে সামনে গিয়ে শেষ হয়। শোক র্যালি শেষে পৌর টাউন হলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, পৌরসভা মেয়র রফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফি, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার।
ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রইছ উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশৈপ্রু চৌধুরী অপু, এডভোকেট আশুতোষ চাকমা ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল