বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম চরলক্ষ্মীপুর গ্রামে ৬ বছরের এক শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে মোশারফ হোসেন (৬২) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আটক করা হয়।
এর আগে কন্যা শিশু নির্যাতনের অভিযোগে তার মা ফজিলাতুন্নেছা বেগম গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এদিকে এ ঘটনা আড়াল করতে ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাই এনামুল হক নির্যাতিত শিশুর চাচা লালচাঁনকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
লালচাঁন জানান, গত পহেলা অক্টোবর সন্ধ্যায় পাশের বাড়ির মোশারফ হোসেন তার (লালচাঁন) মালদ্বীপ প্রবাসী ভাইয়ের শিশু মেয়েকে ঘরে ডেকে নেয়। বিষয়টি জানার পর মোশারফকে চর থাপ্পড় দেন তারা। ওই রাতেই ইউপি চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক তাকে ডেকে নিয়ে বেদম মারধর করে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, শিশু নির্যাতনে অভিযোগ পাওয়ার পর থানায় অবহিত করা হলে পুলিশ অভিযুক্ত মোশারফ হোসেনকে আটক করেছে। তিনি নিজে বিষয়টি জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল