পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে, পূর্বের যেকোন সরকারের তুলনায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছেন। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছেন।
তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষকে পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছিয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়। আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, স্পীকার, বিরোধী দলীয় নেতাসহ অনেক মন্ত্রী এমপি নারী, রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। আপনাদেরও রাজনীতিতে পিছিয়ে পড়লে চলবে না। রাজনীতি করতে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবনে যাবতীয় ভালোকাজই হচ্ছে রাজনীতি। উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে।
শুক্রবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দূর্গাপুরে এক মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সেলিম ও আওয়ামী লীগ নেতা হাজী আবদুর রহিম প্রমুখ।
মন্ত্রী বলেন, আজ ৩ নভেম্বর জাতির জীবনে এক কলঙ্কিত দিন। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলা। কিন্তু তারা সফল হতে পারেনি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ অর্জনকারী দেশটি হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির আবর্তে নিক্ষেপ করতে। কিন্তু ষড়যন্ত্রকারীরা অন্ধকারের শক্তি সফলকাম হতে পারেনি। সংগ্রামী বাঙালী জাতি তা ব্যর্থ করে দিয়েছে।
মন্ত্রী বলেন, এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লা ইপিজেড স্থাপিত হয়েছে। যেখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। জনগণের কর্মসংস্থানের লক্ষ্যে একটি আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। আপনারা ছেলে-মেয়েদের শিক্ষিত করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই এলাকার একমাত্র কলেজ লালমাই ডিগ্রী কলেজকেও সরকারিকরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৭/আরাফাত