কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয়ে আলোচনা সভা করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত প্রমুখ।
একই স্থানে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা পরিষদ সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সিকদার, মাসুদ পারভেজ খান ইমরান ও মানিক খন্দকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জেল হত্যার বিচার ও রায় কার্যকর করার ভেতর দিয়ে ইতিহাসের আরেক কলঙ্কজনক অধ্যায় থেকে জাতি মুক্ত হবে।
এদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল চান্দিনা উপজেলার মহিচাইলে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন