৩ নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল ৮টায় শহরে র্যালি প্রদক্ষণি করে। র্যালি শেষে দলীয় কাযালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন দুলু, এড. মকবুল হোসেন মুকুল, এড. আমান উল্লাহ, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, অধ্যক্ষ খাজিদা খাতুন শেফালী আসাদুর রহমান দুলু, এড. জাকির হোসেন নবাব, আইনুল হক সোহেল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, লাইজিন আরা লীনা, ডালিয়া নাসরিন রিক্তা প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৭ টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭:৪৫ মিনিট বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বগুড়ার কর্মসূচীতে অঙ্গসহযোগি সংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন