নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাহফুজুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উক্ত বাল্য বিবাহটি বন্ধ করা হয়েছে। এসময় বিয়েতে আসা ৩শ' অতিথির জন্য আয়োজিত খাবার স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো: মাহফুজুর রহমান পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে বর ও কনের স্বজনদের উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে নিয়ে আসেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে কনের ভগ্নিপতি বেলায়েত হোসেন মুচলেকা দেন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে তাকে বিয়ে দেয়া হবে না। অপরদিকে বর মো: মহিউদ্দিনও বিয়ে করবেনা বলে মুচলেকা দেন।
পরবর্তীতে বরপক্ষ ও কনে পক্ষের নিমন্ত্রিত ৩শ' অতিথিদের জন্য আয়োজিত খাবার কনে পক্ষ স্ব-ইচ্ছায় স্থানীয় এতিমখানায় দান করেন।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল