টাঙ্গাইলে বিপুল পরিমাণে মাদকসহ স্যানডি রেস্টুরেন্টের মালিক মুক্তাদির ওরফে বাহার ও বিথী নামের এক নারীকে আটক নিয়ে রহস্যজনক ভূমিকায় রয়েছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে আকুর টাকুর পাড়াস্থ একটি পাঁচ তলা বাসার তৃতীয় তলা থেকে বিপুল পরিমানের ইয়াবা ও ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কতিপয় ব্যক্তি জানান, বিপুল পরিমানের মাদকসহ আটক স্যানডি রেস্টুরেন্টের পার্টনার মালিক মুক্তাদির ওরফে বাহার ইতিপূর্বেও কয়েকবার মাদক নিয়ে টাঙ্গাইলে আটক হলেও অদৃশ্য কারণে বার বার সে ছাড়া পেয়ে যায়। সে মাদক ব্যবসার পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে আকুর টাকুর পাড়াস্থ মরহুম আব্দুল খালেকের ছেলে রাজিবকে নিয়ে সামুদ্রিক মাছসহ বিভিন্ন ধরনের খাবারের হোটেল ‘স্যানডি রেস্টুরেন্ট’ চালু করেন। এ রেস্টুরেন্টের অন্তরালে ওই ভবনের তৃতীয় তলায় চলে দেহ আর মাদক ব্যবসা। আটককৃত বাহার কক্সবাজার জেলার বাসিন্দা। তিনি কক্সবাজার থেকে সামুদ্রিক মাছের সাথে ইয়াবার বড় চালান এনে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করে থাকেন বলেও তারা জানান।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এমন অভিযোগ পেয়ে বিপুল পরিমানের মাদকসহ বাহার ও বিথী নামের এক নারীকে আটক করে। তবে এ বারও সে ছাড়া পাওয়ার জন্য মোটা অংকের টাকা উপঢৌকন দেয়াসহ ব্যাপকভাবে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন আটকের করা কথা স্বীকার করলেও তদন্তজনিত কারণে মাদকের পরিমান নিয়ে কোন তথ্য এখন দেয়া সম্ভব হচ্ছেনা বলে জানান।
এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান আটকের বিষয়টি জানেন বলে স্বীকার করলেও মাদকের পরিমান, আটক ব্যক্তিদের নাম ঠিকানা জানেন না বলে জানান।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল