টেকনাফে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কলার আড়ৎ, মাছ-তরকারির বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক এসআই জয়নাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগীতা করেন। অভিযানের শুরুতে সী বীচ সড়কের কলার আড়ৎ গুলোতে অভিযান চালানো হয়। এসময় হাবিবুর রহমান নামে এক ব্যবসায়ীর কলার আড়তে মানব দেহের জন্য ক্ষতিকর কার্বাইডের বোতল পাওয়া গেলে তাকে ২০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া বাস স্টেশনের তরকারী ও মাছ বাজারে অভিযান চালানো হয়। এসময় একজন তরকারী ব্যবসায়ীর পরিমাপ যন্ত্রে সামান্য হেরফের থাকায় প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৭/হিমেল