রাঙামাটির সাজেকের অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অটককৃতর নাম- অক্ষয় চাকমা (২৬)।
শুক্রবার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দোসর এলাকায় থেকে তাকে আটক করা হয়। সে বাঘাইছড়ি উপজেলার লমপাড়া এলাকার নীল চন্দ্র চাকমার সন্তান।
পরে তার কাছ থেকে ৯ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ইতালির তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, টু-টু রিভলবারের চার রাউন্ড গুলি ও ৩২ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর তথ্য সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দোসর এলাকায় বাঘাইহাট জোন অধিনায়কের নেতৃতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর একটি দল। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী অক্ষয় চাকমাসহ তার সহযোগিরা পাহাড়ি চূড়ায় একটি মাচাং ঘরে অবস্থান করছিল। তাদের পড়নে জলপাই রঙের পোশাক ছিল অর্থাৎ (জেএসএস কর্মীদের বিশেষ ইউনির্ফোম)। এসময় তার সাথে থাকা বাকি সদস্যরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পালাতে গিয়ে নিরাপত্তাবাহিনীর হাতে আটক হয় অক্ষয়। এসময় তার কাছ থেকে ৯ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ইতালির তৈরি অত্যাধুনিক একটি পিস্তল, টু-টু রিভলবারের চার রাউন্ড গুলি ও ৩২ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘাইহাট জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুজাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোসর এলাকায় বাঘাইহাট জোন অধিনায়কের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বাঘাইছড়ি থানার এসআই রুবেলের মাধ্যমে আটককৃতকে জোন সদর থেকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন