নানা কর্মসূচীর মধ্য দিয়ে ধামরাইয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার ধামরাই বিভিন্ন স্থানে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সমাবেশ, কালোব্যাচ ধারণ, দোয়া , মোনাজাতের ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে দলে শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় বক্তারা, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম ভাবে হত্যাকারীদের বিচার দ্রুত শেষ করার দাবী জানান।
জেল হত্যা দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে শুক্রবার বিকেলে স্থানীয় এমপি এম এ মালেক উপজেলা চত্বরে ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বেনজীর ইসলামপুর গোল চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে বিকাল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা চত্বরে স্থানীয় এমপি এম এ মালেকের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত যুগ্ন সচিব আফসার উদ্দিন জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আন্তর্জাতিক ব্যাবসায়ী (সি.আই. পি) বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান,ঢাকা জেলা পরিষদ সদস্য হাজী মাহতাব আলম ও খাইরুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি আহমদ হোসেন, সাধারন সম্পাদক হাজী আব্দুল গণি।
অন্য দিকে সাবেক সংসদ সদস্য বেনজীরের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু। এ আওময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব কবীর মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজসহ অনেকে।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে জেলখানায় জাতীয় চার নেতা শহীদ তাজউদ্দিন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনছুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর