“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নানা আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।
সমবায় দিবস উপলক্ষে পৌর টাউন হল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় র্কমর্কতা মঙ্গল কুমার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুন:নির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনের ওপর জোর দিয়েছিলেন। একই ভাবে ৪৬ বছর পরও তাঁরই সুযোগ্য কন্যা সমবায়ীদের গুরুত্ব দিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সমবায়ীদের সহযোগীতা কামনা করেন বক্তারা।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ