দিনাজপুরের কাহারোল উপজেলায় বাসের ধাক্কায় খায়রুল ইসলাম (৩৫) নামে এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছে।নিহত খায়রুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়কালা গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে। আজ উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে দিনাজপুরের কাহারোল উপজেলার বুড়িরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে হালচাষ করে পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিল খায়রুল ইসলাম। এসময় তিনি কাহারোল উপহেলার ডাবোর ইউনিয়নের বুড়িরহাট নামক স্থানে পৌছলে দিনাজপুর থেকে বীরগঞ্জ হয়ে পীরগঞ্জ যাওয়ার পথে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় খায়রুল ইসলাম।
কাহারোল থানার ওসি আইয়ুব আলী ঘটনার নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার