বরিশালের তালতলী বাজার সংলগ্ন বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত জাটকা আজ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার সাইদুর রহমান জানান, জাটকা নিধন বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ডের একটি দল শুক্রবার গভীর রাতে তালতলী সংলগ্ন নদীতে বিভিন্ন ট্রলার তল্লাশি করে ৩০মণ জাটকা জব্দ করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
আজ সকালে কীর্তনখোলা নদী সংলগ্ন নগরীর ডিসিঘাট এলাকায় জব্দকৃত জাটকা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০টি এতিমখানা এবং দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার