ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বে মেড্ডা এলাকায় ছুরিকাঘাতে হৃদয় (২৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। নিহত হৃদয় ওই এলাকার ইউনূস মিয়ার ছেলে এবং কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় কিতাব বিভাগে পড়তেন। কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার