ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ১৫ বছর বয়সী কিশোরী হোটেল শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নির্যাতিত কিশোরীকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ধর্ষণের ঘটনায় রেজাউল ও লুৎফর নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ৪ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে পীরগঞ্জ থানায়। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ধর্ষক লুৎফরকে আটক করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা কিশোরী জানান, পীরগঞ্জের একটি হোটেলে দৈনিক হাজিরা ভিত্তিতে সবজি কাটা, বাসন ধোয়ার কাজ করি। গত শুক্রবার রাতে হোটেলের কাজ শেষে বের হলে রেজাউল নামে এক পরিচিত চাচা খবর দেয় তার (কিশোরীর) বড় দুর্ঘটনায় পড়েছে। তাই তাকে যেতে বলেছে। রেজাউল এ সময় কিশোরীকে একটি অটোরিক্সায় তুলেন। কিছু দূর গিয়ে একটি ফাঁকা রাস্তার পাশে অটোরিক্সা থেকে কিশোরীকে নামিয়ে নেয় সে। পরে রেজাউলের সাথে লুৎফরসহ আরো ৪ জন যোগ দেয়। কিশোরীকে ৬ জন তুলে নিয়ে একটি আখ খেতে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় চিৎকার করলে কেউ এগিয়ে আসে না। কিশোরী আরও বলেন, তখন আমি জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়। ভোর বেলা জ্ঞান ফিরে আসলে দেখি পাশে একটি মোবাইল ফোন পড়ে রয়েছে। কোন মতে অসুস্থ অবস্থায় পীরগঞ্জ থানায় যাই। ঘটনাটি ওসি স্যারকে খুলে বলি ও মোবাইল ফোনটি জমা দেই। পুলিশ পরে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় আমাকে। গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য এসপি স্যার ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করে দেয়। এভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে ওই দিনের ঘটনার বণর্না দিচ্ছিলেন নির্যাতিত কিশোরী। এ সময় নির্যাতনের ঘটনায় শাস্থি দাবি করে ওই কিশোরী।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নিশা মর্তুজা আকতার জানান, গণধর্ষণের ঘটনায় অসুস্থ এক কিশোরী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় লুৎফর নামে এক ধর্ষককে আটক করা হয়েছে। নির্যাতিত কিশোরির বড় আব্বা ৬ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, এই রকম জঘন্যতম অপরাধ মানুষের বিবেককে নাড়া দিয়েছে। মেয়েটির উপর পাশবিক নির্যাতনের ঘটনাটি আমার নিজের মনকেও নাড়া দিয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার