মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাদিয়াপাড়া এলাকার দাইদির মাঠ থেকে একটি কলাই ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কাজীপুর গ্রামের বাদিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেহগনি বাগানের কলাই ক্ষেতে মরদেহটি পড়েছিল। তাকে বিবস্ত্র করে মাথাটি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় জড়িতদের ধরতে এবং নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলেন জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ