সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা প্রদানের দাবিতে ফরিদপুরে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর পৌরসভায় সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে পৌরসভা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আলিম মোল্লা। ফরহাদ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌরসচিব মো. তানজিলুর রহমান, সৈয়দ আহাদুজ্জামান, আজিজুল ইসলাম বাদল, ফজলুল করিম আলাল প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অফিস হচ্ছে পৌরসভা। অথচ সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন রাজস্ব তহবিল থেকে দেয়া হয়না। ফলে দেশের বিভিন্ন পৌরসভায় চাকরিরত কর্মকর্তা-কর্মচারিরা দিনের পর দিন অবহেলিত রয়েছে। বক্তারা অবিলম্বে সরকারের রাজস্ব খাত থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা প্রদানের দাবি জানান।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৭/হিমেল