ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের ইকামতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষা দিতে এসে বখাটেদের হামলায় আহত হয়েছে ৭ জেডিসি পরীক্ষার্থী। এছাড়া তাদের বহনকারী দুই অটোচালকও আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ৫ জন ছাত্রী, ২ জন ছাত্র ও ২ জন অটোচালক রয়েছে। আহত শিক্ষার্থীর ভাঙ্গার বড়গ্রাম ফুকুরহাটি আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সাথে কথা বলে জানা যায়, রবিবার (৫ নভেম্বর) পরীক্ষা শেষে বড়গ্রাম ফুকুরহাটি আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্যক্ত করে পল্লীবেড়া গ্রামের নাইম নামের এক বখাটে। এর প্রতিবাদ করে তাদের বহকারী অটোচালক রবিউল মৃধা ও ঐ শিক্ষার্থীর সহপাঠিরা। আজ বড়গ্রাম ফুকুরহাটি আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীরা দুটি অটোযোগে কেন্দ্রের সামনের সড়কে নামার সময় বখাটে নাইমের নেতৃত্বে ২০/২৫ জন বখাটে লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে অটোচালকসহ পরীক্ষার্থীদের আহত করে। গুরুতর আহত অবস্থায় ইকামতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা, বড়গ্রাম ফুকুরহাটি আলিম মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষক তাদেরকে হাসপাতালে নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক বড়গ্রাম ফুকুরহাটি আলিম মাদ্রাসার একজন শিক্ষক জানান, গতকাল শিক্ষার্থীরা ইভটিজিং এর প্রতিবাদ করেছিল। আজ পরীক্ষা শুরুর আগেই আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমন করা হয়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, অটোচালকের সাথে বখাটে নাইমের আগে থেকেই বিরোধ ছিল। আজ অটোচালকের সাথে ঐ অটোতে থাকা শিক্ষার্থীদের উপরও হামলা হয়েছে নাইমের নেতৃত্বে।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৭/হিমেল