কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। রবিবার দিনগত গভীর রাতে সদর উপজেলার জুগিয়া বালিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, চার রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- খোকসার সাগর, সদর উপজেলার আলামপুরের খোকন ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাচ্চু।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রাতে জুগিয়া বালিরঘাট এলাকায় অবস্থান নিয়ে ওই তিনজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে এ অস্ত্র ও গুলি পাওয়া যায়।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম