বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রকিদল নেতা মাসুদ খান চুন্নুকে (৫২) আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল তাকে মোরেলগঞ্জের ষ্টীলবীজ সংলগ্ন নিজ বাড়ি থেকে আটক করে।
মাদকের সন্ধ্যান করতে গিয়ে পুলিশ প্রথমে তার ঘরে দুই রাউন্ড গুলি পায়। পরে জিউধরায় চুন্নুর মৎস্য ঘেরের গৈঘর থেকে একটি বিদেশী পিস্তল ও এক কেজি গাঁজা উদ্ধার করে। মাসুদ খান চুন্নু উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক।
অভিযানে থাকা ডিবি পুলিশের এস.আই মো. জহিরুল বলেন, ভোররাত থেকেই মোরেলগঞ্জে মাদকের বিষয়ে অভিযান শুরু করে এই দলটি। যার ধারাবাহিকতায় চুন্নুকে আটক করা হয়। জ্ঞিাসাবাদের এক পর্যায়ে চুন্নু নিজেই একটি বিদেশী পিস্তল ও এক কেজি গাঁজা তার মৎস্য ঘেরের গৈঘর থেকে বের করে দেন।
এদিকে এই ঘটনাটি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন চুন্নুর স্ত্রী কামরুন্নাহার। তিনি বলেন, ‘ইতোপূর্বে অনেক মিথ্যা মামলায় আমার স্বামীকে বিভিন্ন সময় আটক করে হয়রাণী করা হয়েছে। আজকের বিষয়টিও পরিকল্পিত’।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৭/হিমেল