জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনস্কো) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি প্রাপ্তিতে দিনাজপুর জেলা ছাত্রলীগ আনন্দ র্যালি করেছে। সোমবার দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক মো. গোলাম ইমতিয়াজ ইনানের নেতৃত্বে র্যালিতে অংশ নেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুন-উর রশীদ রায়হান, যুগ্ম সাধারন সম্পাদক সিফাত রহমান লিমন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. ক্লিনটন দে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ফাইয়াজ আলম, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ, আদর্শ কলেজের সাধারন সম্পাদক অমি, কেবিএম কলেজ ছাত্রলীগের সভাপতি বাহাউদ্দীন পলাশ এবং সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম