জামালপুরে রেলওয়ের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদেী হাসানের নেতৃত্বে সোমবার সকাল থেকে জামালপুর শহরের গেটপাড় এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
দুপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় রেলওয়ের দুপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলওয়ে জামালপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী আরবার হোসেন।
তিনি জানান, এবার ৫ কিলোমিটার এলাকায় রেলওয়ের দুপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান চলাকালে জামালপুর জংসন স্টেশনের স্টেশন মাস্টার মির্জা মো: শামছুল আলম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ