জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘মেমরী অব দ্যা ওয়ার্ল্ড (প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে স্বীকৃতি পাওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। আজ দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে নেত্রকোনা শহরের ছোটবাজার দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিলটি বের হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খানের নেতৃত্বে মিছিলে যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহীদ মিনার মোড় হয়ে মোক্তারপাড়া প্রেসক্লাব সড়ক দিয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বেলা সাড়ে ১১ টা থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৭/হিমেল