পটুয়াখালীর কলাপাড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারিরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে। বেতন ভাতা ও পেনশনসহ সকল সুবিধা সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার সামনে বসে তারা এ কর্মসূচি পালন করেন।
এর ফলে পৌর সভার সকাল কার্যক্রম বন্ধ থাকে। এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার সচিব মাসুম বিল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা কাব্যলাল চক্রবতী, হিসাব রক্ষণ কর্মকর্তা কার্তিক চন্দ্র হাওলাদার, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রধান সহকারী পিজুষ কান্তি মজুমদার, কর আদায়কারী বিশ্বাস সাইফুর রহমান উজ্জল, পৌর কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সৈয়দ হাসানুর রহমান রিমু, পৌর কর্মচারি এসোসিয়েশনের সেক্রেটারী নিহার রঞ্জন প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৭/হিমেল