পৌর কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় কর্মবিরতি পালন করা হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন এর ডাকে তারা এই অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মবিরতি একটানা দুপুর ১টা পর্যন্ত চলে। স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মবিরতি পালন করেন কলারোয়া পৌরসভার প্রকৌশলী ওজিয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি সরোয়ার্দী, সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান, ইমরুল, ইমরান, আল আমীন, মফিজউদ্দীন, নাজমুল ইসলাম, সাইফুল ইসলামসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
সভায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারিরা তাদের বক্তব্যে কেন্দ্র ঘোষিত দাবিসমূহ অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৭/হিমেল