রাজস্ব খাতে বেতন ভাতার দাবিতে মাগুরা পৌরসভার তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার নেতা কর্মীরা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর সভার প্রধান গেটে অবস্থান নিয়ে এ প্রতিবাদ সমাবেশ করে।
সংগঠনের সভাপতি মোল্যা আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় সংগঠনের পক্ষে নানা দাবি তুলে ধরেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল হান্নান মোল্যা। উপস্থাপিত দাবির মধ্যে ছিল রাজস্ব তহবিল থেকে বেতন ভাতা সরকারের প্রদান, পেনশন সুবিধা ও পৌরসভার বকেয়া বেতন পরিশোধ।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ