পশ্চিম সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বনদস্যু জোনাব বাহিনীর সদস্য শরিফুল ইসলামকে (২১) আটক করেছে র্যাব। সোমবার দুপুরে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহেল জানান, সুন্দরবনে বনদস্যু দমনের অংশ হিসেবে র্যাব-৮ এর একটি দল সোমবার সকালে পশ্চিম সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকা গিয়ে বাইনোকুলারের সাহায্যে বনদস্যুদের আনাগোনা দেখতে পায়। পরে র্যাব সদস্যরা দ্রুত সেখানে পৌঁছালে বনদস্যুরা পালাতে থাকে। এসময় র্যাব সদস্যরা সেখান থেকে এক বনদস্যুকে আটক করে।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি কাটা রাইফেল ও একটি পাইপগানসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল ইসলাম নামের আটক এই বনদস্যু নিজেকে জোনাব বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়।
আটক বনদস্যু শরিফুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাইস্যাখালী গ্রামের মৃত. মোফাজ্জেল গাজীর ছেলে। বনদস্যু শরিফুলকে দুপুরে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ শ্যামনগর থানায় হস্তান্তর করেছে র্যাব।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/আরাফাত