দিনাজপুরের বিরামপুর-ঘোড়াঘাট মহাসড়কের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে।
গত রবিবার দিবাগত রাত ৯টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (২৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ধিয়াস গ্রামের আঃ গণির ছেলে।
মনিরুল তার মায়ের সাথে ঘোড়াঘাট উপজেলার বেলা গ্রামে বাস করে এবং ভাদুরিয়া বাজারে একটি মটরসাইকেল মেকারের দোকানে কাজ করত।
স্থানীয় মতিয়ার রহমানসহ স্থানীয়রা জানায়, গত রবিবার দিবাগত রাত ৯টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার দলার দরগা বাজারের নিকট নিহত মনিরুল একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন