বগুড়ার সারিয়াকান্দিতে জেএসসি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও বাহির থেকে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে মো. আশিক (২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
সোমবার উপজেলার ফুলবাড়ী গমীর উদ্দীন স্কুল অ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষা কেন্দ্রে বহিরাগত আশিক নকল সরবরাহ করতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সারিয়াকান্দি থানার এএসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স তাকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নিকট হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। ঘটনার সাক্ষী ও শুনানি শেষে আশিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আশিক নারচী গ্রামের আলম মিয়ার পুত্র। থানা পুলিশ আটক আশিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করালে তার ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৭/মাহবুব