রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাগেরহাটের পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। আজ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি পালনের সময় বক্তব্য দেন, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা সভাপতি অজিত কুমার হালদার, সুব্রত কুমার সোমাদ্দার, মো. জামসেদ আলী, সেলিশ ফকির, সানজিরা বেগম প্রমুখ। একই দাবিতে জেলার মোড়েলগঞ্জ ও মংলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার