বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে শ্রমিক দল নেতা মাসুদ খান চুন্নুকে (৫২) আটক করেছে ডিবি পুলিশ। আজ বাগেরহাট ডিবি পুলিশের একটি দল মোরেলগঞ্জের স্টিল ব্রীজ সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করে। মাদকের সন্ধান করতে গিয়ে পুলিশ প্রথমে তার ঘরে দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। পরে মোরেলগঞ্জ উপজেলার জিউধরায় চুন্নুর মৎস্য ঘেরের গৈ-ঘর থেকে একটি বিদেশী পিস্তল ও এক কেজি গাঁজা উদ্ধার করে।
মাসুদ খান চুন্নু মোরেলগঞ্জ উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক। অভিযানে থাকা ডিবি পুলিশের এস.আই মো. জহিরুল জানান, ভোররাত থেকেই মোরেলগঞ্জে মাদক বিরোধী অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় চুন্নুকে আটক করা হয়। জ্ঞিাসাবাদের এক পর্যায়ে চুন্নু নিজেই একটি বিদেশী পিস্তল ও এক কেজি গাঁজা তার মৎস্য ঘেরের গৈ-ঘর থেকে বের করে দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার