বাগেরহাটে স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার মোরেলগঞ্জ উপজেলার ছোট কুমারখালী গ্রামের গৃহবধূ সুমা বেগম। আজ দুপুরে বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলনে গৃহবধূ সুমা বেগম এমন দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ সুমা বেগম বলেন, গত ৩১ অক্টোবর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা আমার স্বামী মানছুর শেখকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর থেকে প্রাণের ভয়ে আমরা বাড়ি থেকে বের হয় নি। এক পর্যায়ে ৩ নভেম্বর প্রাণের মায়া ত্যাগ মোরেলগঞ্জ থানায় গিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করি। মামলার পরে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেরালেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না। বরং আসামিরা আমিসহ আমার স্বামীর পরিবারের সকলকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। তিনি, স্বামী হত্যার বিচার ও আসামিদের আটকের জন্য প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে, নিহত মানছুরের বৃদ্ধা মা আলেয়া বেগম, ভাই ফারুকুল ইসলাম, মিন্টু শেখ, বোন আফরোজা, মেয়ে লামিয়া উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান, মানছুর হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে আসামিরা প্রকাশ্যে ঘুরছে এ কথা সত্য নয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার