বাগেরহাটে আক্তার হোসেন (৫৭) নামে এক পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বাগেরহাট পুরাতন পুলিশ লাইনের ভেতরের একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আক্তার খুলনা জেলার রুপসা উপজেলার যুগিহাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, বাগেরহাট পুলিশ পোশাক তৈরির ঠিকাদারি প্রতিষ্ঠান জাহিদ এ্যান্ড ব্রাদার্স মালিক হাসান ও তার কর্মী আক্তার হোসেন প্রতিদিনকার মতো কাজ শেষে একই কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে হাসান ঘুম থেকে ওঠার পর আক্তার না ওঠায় হাসান ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন