বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তরা একটি বসতবাড়ির সকল ধরণের গাছপলা কেটে বসতঘর মাটিতে গুঁড়িয়ে দিয়েছে। কেটে ফেলা হয়েছে কমপক্ষে ৫ হাজার গাছ। মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের জব্বার হাওলাদারের বাড়িতে আজ দুপুরে ৫০-৬০ জনের একটি দল এই তান্ডব চালায়।
ক্ষতিগ্রস্থ জব্বার হাওলাদার ও তার মেয়ে রুবি বেগম বলেন, বাড়িটি থেকে আমাদের উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে এই নির্দয় ঘটনা ঘটানো হয়েছে। ধারালো অস্ত্রহাতে দুর্বৃত্তরা বিভিন্ন ধরণের কমপক্ষে ৫ হাজারে অধিক গাছ কেটে ফেলেছে।
জব্বার হাওলাদারের মেয়ে রুবি বলেন, আদালতে মামলা থাকলেও প্রতিপক্ষ ইব্রাহিম ওই বাড়ির পুরোটাই দখলের জন্য একটি ভাড়াটে বাহিনী নিয়ে ২ ঘন্টা ধরে সকল গাছপালা কেটে ফেলেন। ভেঙে দেয় জব্বার হাওলাদারের বসতঘরটিও।
মোবাইল ফোনে ইব্রাহিম হাওলাদার বলেন, ওই বাড়ির গাছপালা আমি কাটিয়েছি। ওটা আমার বাড়ি। আমি কোন অন্যায় করিনি। সময় বাঁচাতে অতিরিক্ত জনবল লাগিয়েছি মাত্র। ঘটনাটি সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার