রাজশাহীতে তানোর উপজেলার আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহের দায়ে তিন ছাত্রকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন তাদের এ সাজা দেন। এ ঘটনায় ওই কেন্দ্রে দায়িত্ব পালনরত পাঁচজন শিক্ষককেও পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রনি কুমার (২৫), সিটি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ও কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুষার মণ্ডল। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া পাঁচ শিক্ষক হলেন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কফিল উদ্দীন, ইলামদহী নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের হোসনে আরা, পারীশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের একরামুল হক, বনকিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম ও কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের উৎপল কুমার সাহা। কেন্দ্র সচিব আলতাব হোসেন তাদের অব্যাহিত দেন।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ওই তিন ছাত্র সকালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষা চলাকালে হলের জানালায় দাঁড়িয়ে প্রশ্নপত্রের ছবি ওঠায়। পরে প্রশ্নপত্র অনুযায়ী নকল সরবরাহ করে। এ সময় স্থানীয়রা তাদেরে হাতেনাতে আটক করে এবং তানোর থানায় নিয়ে যায়। পরে খবর পেয়ে উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন থানায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে বিকেলে সাজাপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন