গাজীপুরের টঙ্গীতে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এর চতুর্থ শ্রেণির ছাত্রী মুক্তি আক্তারের (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ পুর্ব আরিচপুর ভুইয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। নিহত মুক্তি গাজীপুর জেলা টঙ্গী থানা ভুইয়া পাড়া মোতালেব মিয়ার মেয়ে।
নিহত মুক্তির পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তি পরিবারের লোকজনের সাথে অভিমান করে তার নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্যহত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী মডেল অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার