বগুড়া শহরের মালতিনগর চানমারি ঘাটে অভিযান চালিয়ে রেপকো এগ্রোভেট থেকে গরু মোটাতাজাকরণ বিভিন্ন ওষুধ জব্দ এবং মালিক কে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে এই অভিযান পরিচালনা করেন বগুড়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল। অভিযানে তিনলাখ টাকা মূল্যের বিভিন্ন রকম গরু মোটা তাজা করণ ওষুধ জব্দ করা হয়। অনুমোদনহীন এসব ওষুধ বাজারজাত করার অভিযোগে রেপকো এগ্রোভেট এর মালিক ওই এলাকার চিন্ময় সাহার ছেলে সঞ্জয় সাহাকে (৩৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া ওষুধ প্রশাসক আহসান হাবীব, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী, বগুড়ার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদস্যবৃন্দ।
বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী জানান, সন্ধ্যায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। সেখানে গরু মোটাতাজাকরণ অনুমোদনহীন প্রায় তিনলাখ টাকার ওষুধ জব্দ করা হয়। রেপকো এগ্রোভেটের মালিকের শুনানি শেষে দণ্ড দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন