নেত্রকোনা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। নেত্রকোনা ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগেও গত বছরসহ আরো তিনবার একই গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আজ বিকাল ৪ টার দিকে এলাকাবাসী শাহিন এন্টারপ্রাইজের তুলার গোডাউন থেকে ধোঁয়া উপরে উঠতে দেখে চিৎকার করলে সবাই এগিয়ে আসে। পরে নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ নেত্রকোনা ফায়ার ষ্টেশনে খবর দেয়। তারা আরো জানান, এই গোডাউনে আরো তিন বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবারের অগ্নিকান্ড ভয়াবহ আকার ধারণ করেছে। তবে কোন বারই কেউ হতাহত হননি।
গোডাউন মালিক জানান, মেশিন চালানো অবস্থায় এ অগ্নিকান্ড ঘটে। এর আগেও ঘটে যাওয়া অগ্নিকান্ডের কথা তিনি স্বীকার করে বলেন এবার ভয়াবহ এই অগ্নিকান্ডে তার প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশের এস আই মহসিন মোস্তফা জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম নিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়নত্রণে আনেন। এতে আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার