কর্মচারীদের আন্দোলনে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত সড়ক ও জনপথ অফিসে গত দুই দিন ধরে অচলাবস্থা বিরাজ করছে। সরকার সমর্থিত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকে গত রবিবার থেকে চলা ৩ ঘন্টা করে কর্মবিরতি ও সমাবেশের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অস্থায়ী কর্মচারীদের দ্রুত নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে তারা এ আন্দোলন করছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের কর্মবিরতি ও সমাবেশ কর্মসূচি চলবে বলে ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার চলা কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জামায়েত উল্লাহ, উপদেষ্টা আব্দুল জব্বার, সহ-সভাপতি শাহ জালাল, সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জলিল তালুকদার, দপ্তর সম্পাদক মাসুদ আলম ও আবুল হাসেম প্রমুখ।
তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে, কর্মচারীদের মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের প্রদত্ত রায় দ্রুত বাস্তবায়ন, জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী মাস্টাররোল কর্মচারীদের দৈনিক মজুরী প্রদান, নিয়মিত কর্মচারীদের যথাসময়ে পদোন্নতি প্রদান, ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের সাংগঠনিক কাঠামোর চুড়ান্ত অনুমোদন দেওয়া, ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকুরীর বয়স ২ বছর বাড়ানো এবং বিনা পেনশনে ইতিমধ্যে ৬০ বছর পূর্ণ বা মৃত্যুবরণ করেছে তাদের অনুদানের ব্যবস্থা করা।
বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর সম্মতি থাকা সত্বেও আমলাদের কারণে তাদের স্থায়ীকরণের বিষয়টি ঝুলে রয়েছে। দাবি আদায় না করে তারা এবার আন্দোলন থেকে সরে আসবেন না বলেও তারা ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার