ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্কুলটির সামনে মানববন্ধনে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী।
আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিখিল চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, আলীগঞ্জ ক্লাবের সেক্রেটারি নুরুল ইসলাম, সহসভাপতি ফরিদ আহম্মেদ, ব্যবসায়ী নেতা হুমায়ন কবির, অভিভাবক প্রতিনিধি সামছুল হক, গোলাম কিবরিয়া সাত্তার, মোবারক হোসেন, আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটির ফতুল্লা থেকে পোস্তগোলা ব্রীজ পর্যন্ত অসংখ্য খানাখন্দকে পরিণত হয়েছে। বিশেষ করে দাপা, আলীগঞ্জ, পাগলা, শ্যামপুরের অবস্থা অত্যন্ত করুন। এই সড়কটির দুই পাশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদরাসা ও শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ভাঙ্গাচোরা রাস্তা ও ধুলাবালির কারণে শিক্ষার্থীরা যেমন দুর্ভোগ পোহাচ্ছে তেমনি সড়কে চলাচলকারী যাত্রীরাও পড়ছে বিপাকে। বক্তারা অবিলম্বে এই সড়কটি যথাযথভাবে সংস্কার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন