টঙ্গীর মাদকের হাট খ্যাত হাজী মাজার বস্তি এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় প্রতিরোধে লাঠি-বাঁশি নিয়ে পাহারা দিচ্ছে এলাকাবাসী। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ও থানা পুলিশের সযোগীতায় এ পাহারা চলছে।
জানা যায়, গত দুইদিন ধরে হাজী মাজার বস্তি এলাকায় প্রতিটি মোড়ে মোড়ে চারজন করে লাঠি বাঁশি নিয়ে পাহারা দিচ্ছেন। মাদক সেবী বা বিক্রেতা দেখলে বাঁশি ফু-দিয়ে তাদের সর্তক করা হচ্ছে।
এলাকাবাসীরা জানান, হাজী মাজার বস্তিতে সব ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং অসামাজিক কার্যকলাপ বন্ধে আমরা একতাবদ্ধ। হাজী মাজার বস্তির প্রতিটি প্রবেশ পথে চারজন করে পালাক্রমে পাহারা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বহিরাগত কয়েকজন মাদক সেবীকে শর্তক করে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই এলাকায় মাদক সেবনের জন্য আসলে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।
স্থানীয় কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার বলেন, মাদক ব্যবসা ও সেবন রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার