ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে আখ্যায়িত করায় বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে শহরে র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহ্জ্বা মমতাজ উদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, এ্যাড. মকবুল হোসেন মুকুল, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, আইনুল হক সোহেল, রুহুল মোমিন তারিক, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান শফিক, মাফুজুল ইসলাম রাজ, আলরাজী জুয়েল, অধ্যাপক রফিকুল ইসলাম, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, শেখ শামীম, সাজেদুর রহমান শাহীন, আব্দুল মতিন সরকার, শহীদুল ইসলাম বাপ্পী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন