খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানাকে (৩৫) দুই সহযোগীসহ আটক করা হয়েছে। আটককালে তার ব্যক্তিগত প্রাইভেট কার থেকে ৭২ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বিকেলে দুই সহযোগীসহ কাউন্সিলর সোহেল রানা-কে ৭২ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
কাউন্সিলর মো. সোহেল রানা মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। তার সাথে আটককৃত দুই সহযোগী হচ্ছেন- একই এলাকার জসিম উদ্দিন (২৭) ও চাঁদপুরের কচুয়া উপজেলার আবুল খায়ের এর ছেলে মো: মোহন মীর (২৮)।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন