সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোলযোগ ঠেকাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত সেই বিএনপি নেতার নাম শফিকুল ইসলাম জালাম (৫০)।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত জালাম উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সেই সঙ্গে অলিপুর আমডাঙ্গা স্কুল এন্ড কলেজের অফিস সহকারী ছিল।
বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, সকালে জালামের স্কুল পড়ুয়া ভাতিজা ও তার বন্ধুদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে একটা গোলযোগ বাঁধে । এর জের ধরে বিকেল ৫টার দিকে তার ভাতিজারা আবার গোলযোগের চেষ্টা করে। এ সময় তিনি তার ভাতিজাদের ঠেকাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর