ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া ১ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সূর্যনগর বাসস্ট্যন্ড সংলগ্ন এলাকায় কাঁঠালবাড়ি ঘাট থেকে নড়াইলগামী খানজাহানআলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দিদার মুন্সি ও তার সঙ্গী গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহত দুই জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে দিদার মুন্সি মারা যায়। ফরিদপুর মেডিকেলে ভর্তি আহত আরেক জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। নিহত দিদার উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের আকুবআলী মুন্সির ছেলে বলে পুলিশ জানায়।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল