ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। এ উপলক্ষে বল্লভদী ইউনিয়নের আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ দুপুরে এক সমাবেশের আয়োজন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং দেলোয়ার কাজী সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়েকুজ্জামান ফকির মিয়া, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, সালথা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্যা, বাবু মাষ্টার প্রমুখ।
পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে স্থানীয় বল্লভদী ইউনিয়নের শতাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছে তাতে করে বিরোধী দলের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হবার ইচ্ছে পোষণ করছে। এরই ধারাবাহিকতায় আজকে বিএনপির বেশকিছু নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। যারা আওয়ামী লীগে যোগদান করেছে তাদের সকলকেই সাধুবাদ জানাই।
স্থানীয় সিদ্দিক মেম্বার, হারুন মাতুব্বর, আবু বক্কার মোল্যা, মজিবর সিকদার, মহসিন মোল্যার নেতৃত্বে বিএনপি থেকে বেশকিছু ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করেন।
এদিকে, যোগদান অনুষ্ঠানের পর ফুলবাড়িয়া বাজারে মাদক ও সন্ত্রাস বিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বল্লভদী ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল