সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই নেত্রকোনা জিউর আখড়া মন্দিরে ৬৫ বছর ধরে পালিত হচ্ছে রাস পূর্ণিমায় ৭২ প্রহরব্যাপী লীলা কীর্তন। জেলার বড় বাজার নরসিংহ জিউর আখড়া মন্দিরে ৯ দিনব্যাপী কীর্তন শুরু হয়েছে। ভারতসহ দেশের বিভিন্ন জেলার কীর্তনীয়ারা উৎসবে কীর্তন পরিবেশন করছেন। অন্য বছরগুলোর মতোই এবারও ১১৬ বছরের পুরনো নেত্রকোনা শহরের নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে চলছে ৬৫ তম কীর্তন অনুষ্ঠান।
৩ নভেম্বর অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই কীর্তন চলবে ১১ নভেম্বর পর্যন্ত। পরে অষ্টপ্রহরব্যাপী শ্রী কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন শেষে ১৩ নভেম্বর মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। ফরিদপুর, গেপালগঞ্জ, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, নেত্রকোনার পূর্বধলাসহ দেশের বিভিন্নস্থানের কীর্তনীয়া দল উৎসব অঙ্গণে কীর্তন পরিবেশন করছে।
তাছাড়া ভারত থেকে মিতা মন্ডল, শীলা মন্ডল ও বগুড়ার তৃষ্ণা দেবনাথ অষ্টকালীন লীলা-কীর্তন পরিবেশন করবেন। দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হবে উৎসবে। প্রতিদিন নানা বয়সের হাজারো ভক্তবৃন্দ কীর্তন শুনতে উৎসব অঙ্গণে আসছেন। ভক্তরা এখানে আসেন শুদ্ধিলাভের আশায়।
এবারও আগের মতোই শান্তিপূর্ণভাবে কীর্তন অনুষ্ঠান শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কমিটির সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য। তিনি বলেন, এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই এই উৎসব পালন হয়ে আসছে। সকলের সহযোগিতায় পুলিশের সার্বিক আন্তরিকতায় উৎসব হচ্ছে।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল